২৭ জুন, ২০২১ ০৯:৪৪

দক্ষিণ আফ্রিকায় ভয়ঙ্কর রূপ নিচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় ভয়ঙ্কর রূপ নিচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ডেল্টা ভ্যারিয়েন্ট)। দক্ষিণ আফ্রিকায় ব্যাপক সংক্রমণ ঘটাচ্ছে ডেল্টা। দেশটিতে এখন মহামারির তৃতীয় ঢেউ চলছে বলে শনিবার জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আফ্রিকায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা দক্ষিণ আফ্রিকায়। পুরো অঞ্চলের এক তৃতীয়াংশ সংক্রমণ ও ৪০ শতাংশের মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। এরপরও দেশটিতে করোনার টিকাদানের গতি খুবই ধীর। ছয় কোটি বাসিন্দার মধ্যে মাত্র ২৭ লাখকে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বিতীয় দফায় বেটা ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটিয়েছিল। তবে এই দফায় ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটানোর শীর্ষে রয়েছে।

ইউনিভার্সিটি অব কাওয়াজুলু-নাটালের অধ্যাপক টুলিও ডি অলিভিয়েরা বলেন, ‘একটি নতুন ভ্যারিয়েন্ট কেবল বিস্তারই শুরু করেনি, এটি দক্ষিণ আফ্রিকায় আধিপত্য বিস্তারও শুরু করেছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর