২৯ জুন, ২০২১ ১৪:৪৬

ডেল্টা ভ্যারিয়েন্টে এবার লকডাউন অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

ডেল্টা ভ্যারিয়েন্টে এবার লকডাউন অস্ট্রেলিয়া

ছবি: সিএনএন

ভারতীয় ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট অস্ট্রেলিয়ার সিডনিতে ১২৮ জনের দেহে শনাক্তসহ কয়েকটি রাজ্য আক্রান্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সোমবার এক জরুরি বৈঠককে দেশটির সরকার সিডনিসহ আশপাশের চারটি রাজ্যে লকডাউন ঘোষণা করেছে।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক প্রধান প্রফেসর ন্যান্সি বাক্সটার বলেন, 'ডেল্টা উচ্চমাত্রার সংক্রমক ধরন। ভ্যাকসিন নেওয়ার পরও এই ধরনে মানুষ আক্রান্ত হতে পারে। কিন্তু এই ধরন কীভাবে সংক্রমিত হচ্ছে তা ধরা যাচ্ছে না।'

এছাড়াও সিডনি থেকে লিভারপুল পাবলিক হাসপাতালে কর্মরত চিকিৎসক ড. বুলবুলে নাতিয়া জানিয়েছেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তের হার ক্রমশ বেড়ে যাওয়ায় এনএসডাব্লিউ (NSW) মেডিকেল কাউন্সিলের বিশাল আয়োজনের অনুষ্ঠিতব্য চারশ' ডাক্তারের পুনর্মিলনী স্থগিত করা হয়েছে।'   

প্রসঙ্গত, গত বছর থেকেই করোনা মহামারি ভালোভাবেই ঠেকিয়ে চলছিল অস্ট্রেলিয়া। কোভিড-পরবর্তী দেশটি প্রায় স্বাভাবিক অবস্থাতেই ফিরে এসেছিল। জনগণদের জন্য রেস্টুরেন্ট, নাইটক্লাব, বিভিন্ন উৎসব, থিয়েটার ও টুরে যাওয়ারও কোনো বিধি-নিষেধ ছিল না। এমনকি সীমান্তও ছিল উন্মুক্ত। 

সূত্র: বিবিসি

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর