৩০ জুন, ২০২১ ১৪:০৩

রংপুরে আরও ৩ জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণের হার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে আরও ৩ জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণের হার

রংপুরে করোনা আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে বেড়েছে শনাক্তের সংখ্যা। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২২৪ জনের দেহের নমুনা পরীক্ষা করে ৮২  জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে সংক্রমণের হার। 

এ পর্যন্ত জেলায় ৪৩ হাজার ৮৭৬ জনের দেহের নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৯৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে ১১৪ জনের। 

বুধবার পর্যন্ত করেনা ডেলিকেডেট হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন ৫১ জন করোনা আক্রন্ত রোগী। এছাড়া আইসিইউতে চিকিৎসাধিন রয়েছেন ৮জন। 

সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বলেন, করোনা সংক্রণ রোধে জনগণকে উদ্বুদ্ধ করণ কার্যক্রম চলছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর