৩০ জুন, ২০২১ ১৬:০৩

মসজিদের মাইকে করোনার বার্তা প্রচারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মসজিদের মাইকে করোনার বার্তা প্রচারের আহ্বান

রংপুরে মসজিদের মাইকে করোনাভাইরাসের বিভিন্ন বার্তা প্রচার ও টিকা গ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, মসজিদের মাইকে ও সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা সংক্রমণ রোধে জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে হবে মসজিদের ইমাম-খতিবদের। সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এই মাধ্যমটিতেও গুরুত্ব দিয়ে প্রচার চালাতে হবে। প্রতি ওয়াক্তের নামাজ ও জুমার নামাজে করোনা সংক্রমণ রোধে করণীয় বিষয়ে মুসল্লিদের বুঝাতে হবে। এছাড়া টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। টিকা গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. জাকিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আবু বক্কর সিদ্দীক, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী সরকার।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার শাহ আনিসুর রহমান। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জাহেদুল ইসলাম।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর