৯ জুলাই, ২০২১ ০২:০৪

কুড়িগ্রামের শাপলা চত্বরে সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের শাপলা চত্বরে সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি

কঠোর লকডাউন পরিস্থিতিতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চেকপোস্ট বসানো হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়া মানুষজনকে জবাবদিহিতার মধ্যে আনতে তল্লাশি শুরু করেছে।

বৃহস্পতিবার বিকেলে শাপলা চত্বর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন মিজান উর রশীদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিস শহিদুল ইসলামসহ সেনাসদস্যবৃন্দ।

পরে ওই চেকপোস্টে এসে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী সেনাবাহিনীকে সাথে নিয়ে আইন অমান্যকারীদের বিভিন্ন অংকের অর্থদণ্ড জরিমানা করেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর