১৩ জুলাই, ২০২১ ২৩:৩৫

ভালুকায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

ভালুকায় করোনায় আক্রান্ত হয়ে নূরুল  হক (৮৫) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার হবিরবাড়ি গ্রামের মৃত রুসমত আলীর ছেলে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, নূরুল হক গত ১০-১২দিন যাবত সর্দি, কাশি, ঠান্ডাজ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত শুক্রবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার করোনা পরীক্ষা করা হলে পরদিন নূরুল হকের করোনা শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নুরুল হক ভালুকা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মৃত মফিজুর রহমানের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম জানান, মুক্তিযোদ্ধা নূরুল হক বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে তাকে  হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

সর্বশেষ খবর