চলমান করোনা পরিস্থিতিতে প্রতিদিনই চট্টগ্রাম নগরীসহ জেলার কোন না কোন উপজেলায় করোনায় আক্রান্ত হচ্ছেই। আজ শনিবারও চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় পজিটিভ বা আক্রান্ত হয়েছেন ৬০০ জন। এদের মধ্যে নগরীতে ৪৪৭ জন এবং জেলার উপজেলাগুলোতে ১৫৩ জন রয়েছেন।
তবে শেষ ২৪ ঘণ্টায় উপজেলার চেয়ে চট্টগ্রাম নগরীতেই বেশী আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে বেশি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে সীতাকুণ্ড উপজেলায় ৩০ জন। চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৫ জন। এদের মধ্যে ৩ জন নগরীর এবং ২ জন উপজেলার বলে সিভিল সার্জন সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত ৬০০ জনের মধ্যে ৪৪৭ জন নগরীর এবং ১৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মারা গেছেন ৫ জন। মোট নমুনার বিপরীতে করোনা পজিটিভ শনাক্তের হার ৩০ দশমিক ৬৬ শতাংশ। সবমিলে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯৫৭ জনে।এর মধ্যে ৫৩ হাজার ৩২২ জন নগরীর এবং ১৬ হাজার ৬৩৫ জন বিভিন্ন উপজেলার। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে সীতাকুণ্ডে ৩০ জন। এছাড়া হাটহাজারীতে ২২ জন, রাউজানে ২৮ জন, ফটিকছড়িতে ১১ জন, মিরসরাইয়ে ২১ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, বোয়ালখালীতে ৮ জন, আনোয়ারায় ২২ জন, পটিয়ায় ২ জন, সন্দ্বীপে ১ জন, বাঁশখালীতে ৩ জন, লোহাগড়াতে ২ জন। এছাড়া শনিবারের ৫ জনসহ সবমিলিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা ৮২৪ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৫১৫ ও উপজেলার ৩০৯ জন।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ঈদুল আজহাকে ঘিরে সংক্রমণের হার আরও বাড়তে পারে। এক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট কম হয়েছে। এতে নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৯৫৭টি। তবে ঐ দিন অ্যান্টিজেন টেস্ট চট্টগ্রামের কোন ল্যাবে করা হয়নি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর