১৩ অক্টোবর, ২০২১ ২২:৫৩

কোভিডে মৃত্যুর প্রশ্নে ‘বিরক্ত’ ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

কোভিডে মৃত্যুর প্রশ্নে ‘বিরক্ত’ ব্রাজিলের প্রেসিডেন্ট

জেইর বোলসোনারো। ফাইল ছবি

ব্রাজিলে করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির জন্য দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে দায়ী করেন অনেকে। তিনি বরাবরই স্বাস্থ্যবিধির চেয়ে অর্থনীতিকে বেশি প্রাধান্য দিয়েছেন। সংক্রমণ ঠেকাতে লকডাউন দেওয়ার ঘোরবিরোধী তিনি। এমনকি টিকার বিষয়েও কোনো আগ্রহ নেই তার। বরং ‘করোনা ভ্যাকসিন নিলে পুরুষ নারীকণ্ঠে কথা বলবে, নারীদের দাড়ি উঠবে’ এমন উদ্ভট বক্তব্য শোনা গেছে তার মুখ থেকে।

এবার সাও পাওলোর গাওরুজা সৈকতে গিয়ে এক সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন তিনি। গত সোমবার তার কাছে ওই সাংবাদিক দেশের করোনায় মৃত্যুর বিষয়ে জানতে চান। এতেই ক্ষেপে যান তিনি। স্পষ্ট বলে দেন, তিনি আর করোনায় মৃত্যুর প্রশ্ন শুনে ‘বিরক্ত’ হতে চান না।

ক্ষুব্ধ ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেন,  কোনো দেশে মানুষ মারা (করোনায়) যায়নি? বলুন! দেখুন, আমি এখানে বিরক্ত হতে আসিনি।

ব্রাজিলে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। এর বছর দেড়েক পরে গত শুক্রবার (৮ অক্টোবর) সেখানে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ায়। বর্তমানে সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের পরেই অবস্থান ব্রাজিলের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ব্রাজিলে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার জনের। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১ হাজারের বেশি।

সূত্র : আল জাজিরা, রয়টার্স

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

সর্বশেষ খবর