শিরোনাম
২৫ অক্টোবর, ২০২১ ১৬:৪০

স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করার চিন্তা যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করার চিন্তা যুক্তরাজ্যে

সাজিদ জাভিদ। ফাইল ছবি

যুক্তরাজ্যে স্বাস্থ্য বিভাগের (এনএইচএস) স্টাফদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নেওয়া বাধ্যতামূলক করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে নতুন করে বিধিনিষেধ বা প্লান-বি প্রয়োগের দাবি উঠলেও তিনি সোমবার তা উপেক্ষা করে বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে আর কোনো করোনাবিষয়ক বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন নেই। 

তিনি আশা প্রকাশ করেন, জনগণ স্বাভাবিক অবস্থায় একটি বড়দিন পালন করতে পারবেন। ওদিকে এনএইচএসের মেডিকেল ডিরেক্টর স্টিফেন পাওয়িস জনগণকে টিকা নিতে উদ্বুদ্ধ করেছেন। বলেছেন, এ সপ্তাহে আরও ২০ লাখ বুস্টার ডোজ চেয়ে আবেদন পাঠিয়েছে এনএইচএস।   

এনএইচএস ইংল্যান্ড বলেছে, গত মাসে বুস্টার ডোজ দেয়া শুরু হয়। তারপর এখন পর্যন্ত কমপক্ষে ৫০ লাখ মানুষ এই ডোজ নিয়েছেন।

সরকার ঘোষণা দিয়েছে, এ সপ্তাহের বাজেটে অতিরিক্ত ৫৯০ কোটি পাউন্ড পেতে যাচ্ছে ইংল্যান্ডের এনএইচএস। এই অর্থকে ‘গেম চেঞ্জিং’ হিসেবে আখ্যায়িত করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক।   

সূত্র : বিবিসি, সিএনএন 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর