৬ নভেম্বর, ২০২১ ১৩:০০

২১ হাজার ৭৪৯টি করোনা শয্যার ১৯ হাজার ৭০২টিই ফাঁকা

অনলাইন ডেস্ক

২১ হাজার ৭৪৯টি করোনা শয্যার ১৯ হাজার ৭০২টিই ফাঁকা

সারাদেশে বিভিন্ন হাসপাতালে কোভিড ডেডিকেটেড মোট শয্যা রয়েছে ২১ হাজার ৭৪৯টি। এর মধ্যে দুই হাজার ৪৭ রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রোগী না থাকায় ১৯ হাজার ৭০২টি শয্যা খালি পড়ে আছে।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ‘কোভিড-১৯ ডাইনামিক ফ্যাসিলিটি ড্যাশবোর্ড ফর বাংলাদেশ’ ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন আক্রান্ত ও সুস্থতার ওপর ভিত্তি করে ওয়েবসাইটের এসব তথ্য প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। 

ওয়েবসাইটে আরও বলা হয়েছে,  সারাদেশে মোট হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার ব্যবস্থা রয়েছে দুই হাজার ৪৬৯টি শয্যায়। এর মধ্যে এক হাজার ৩৪টিতে রোগী থাকলেও বাকি এক হাজার ৪৩৫ টি খালি আছে। এছাড়া মোট ভ্যান্টিলেটর এক হাজার ৩৮০টি ও অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে চার হাজার ৯৬৫টি শয্যায়।

ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক নয় হাজার ৩০২টি কোভিড ডেডিকেটেড শয্যার মধ্যে রোগী ভর্তি এক হাজার ২০৭টিতে। খালি পড়ে আছে আট হাজার ৯৫টি শয্যা। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে এক হাজার ২৬০টি শয্যায়। এর মধ্যে ৩০৬টিতে রোগী থাকলেও বাকি ৯৫৪টি খালি পড়ে আছে।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর