৮ নভেম্বর, ২০২১ ১১:৩৭

২০ মাস পর আমেরিকার সীমান্ত খুলছে আজ

অনলাইন ডেস্ক

২০ মাস পর আমেরিকার সীমান্ত খুলছে আজ

টিকার ডোজ সম্পন্নকারী যে কোনো ভ্রমণকারী এখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন

মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে আমেরিকার। এ ভাইরাস ঠেকাতে ২০ মাস ধরে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রেখেছিল দেশটি। স্থানীয় সময় আজ সোমবার সেই সীমান্ত খুলে দেওয়া হচ্ছে।

ফলে টিকার ডোজ সম্পন্নকারী যে কোনো ভ্রমণকারী এখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। 

করোনা শুরুর পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত বন্ধের সেই নির্দেশনা দিয়েছিলেন। এর প্রভাব পড়েছিল যুক্তরাষ্ট্রের অভিবাসীদের ওপর। ৩০টি দেশের নাগরিক, যাদের মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশের নাগরিকরাও আছেন, তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন পরিবার ও স্বজনদের কাছ থেকে। স্থবির হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের পর্যটন খাত।

এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রত্যাশা, নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাড়বে ভ্রমণকারীদের সংখ্যা, যারা পুরোপুরি করোনার টিকা নিয়েছেন এবং নিয়মিত টেস্ট করেন। 

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর