৯ নভেম্বর, ২০২১ ১৪:৩০

শেবাচিমে প্রায় রোগীশূন্য করোনা ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিমে প্রায় রোগীশূন্য করোনা ওয়ার্ড

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা গত মে মাসের পর সর্বনিম্ন ১২ জনে নেমেছে। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে কোন রোগীর মৃত্যু হয়নি।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সর্বশেষ রিপোর্টে ০.৬০ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৩ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে দুই জন রোগী বাড়ি ফিরেছেন। এই সময়ে নতুন করে উপসর্গ নিয়ে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে কোন রোগীর মৃত্যু হয়নি। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১২ জন রোগী। 

এ নিয়ে গত বছরের ১৭ মার্চ থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৩শ’ ৭৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪৩১ জন রোগীর মৃত্যু হয়েছে। 

এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল সোমবার রাতের রিপোর্টে ৬০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ০.৬০ ভাগ।

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর