১৩ নভেম্বর, ২০২১ ১১:০৯

শীতে করোনা নিয়ে আবারও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

শীতে করোনা নিয়ে আবারও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফাইল ছবি

পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও করোনার সংক্রমণ ও মৃত্যু থামছেই না। প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। গত মাসেই সংক্রমণ ঢেউ আছড়ে পড়েছে রাশিয়ায়। এক মাসে ৪৪ হাজার মৃত্যু দেখেছে দেশটি। জার্মানির হালও সংকটজনক। এক লাখ মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জার্মান সরকার। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা ইউরোপকেই ভুগতে হবে এ শীতে। ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঁচ লাখ মৃত্যু হতে পারে এ মহাদেশে। সবচেয়ে ভয়ের, সব পূর্বাভাসই মিলে যাচ্ছে।

গত সপ্তাহে গোটা বিশ্বের মোট সংক্রমণের অর্ধেকের বেশি ঘটেছে ইউরোপে। যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, অস্ট্রিয়া, রোমানিয়ায় নতুন করে সংক্রমণ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট।

বিশ্ব স্বাস্থ সংস্থা জানিয়েছে, ইউরোপে করোনায় মৃত্যু গত সপ্তাহে ১০ শতাংশ বেড়েছে। সংক্রমণ সবচেয়ে বেশি ঘটছে নেদারল্যান্ডসে। অথচ এ দেশে ৮৫ শতাংশ টিকাকরণ হয়ে গেছে।


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর