২০ নভেম্বর, ২০২১ ১২:৫৩

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

ঝিনাইদহে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে সদর পৌরসভার সম্মেলন কক্ষে ফাইজারের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এ কর্মসূচি চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। 

এসময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. সেলিনা বেগমসহ স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের করোনার সংক্রমণ থেকে দূরে রাখতে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সদর উপজেলার ৮টি কলেজের ২ হাজার ৫’শ ২৮ জন শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। টিকা দেওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর