১৮ ডিসেম্বর, ২০২১ ১৩:৩১

বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন: ফরাসি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন: ফরাসি প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনার নতুন ধরন ওমিক্রন। ইউরোপে ওমিক্রন ‘বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে’ বলে সতর্ক করেছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসট্রেক্স।

আশঙ্কা প্রকাশ করে জানান, আগামী বছরের শুরুতে তার দেশে ধরনটি প্রভাব বিস্তারকারী হয়ে উঠতে পারে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রবেশের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা আগে শুক্রবার এ সব কথা বলেন ক্যাসটেক্স।

তিনি জানান, সংক্রমণ ঠেকানোর জন্য নেওয়া সিরিজ বিধিনিষেধের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা একটি।

ওমিক্রনের বিস্তার রোধ করতে ফ্রান্স নববর্ষ উদ্‌যাপনে জনপরিসরে কনসার্ট ও আতশবাজি নিষিদ্ধ করেছে। জনগণকে বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যেখানে আপনারা যত কমসংখ্যক, সেখানে ঝুঁকি তত কম।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর