১৮ ডিসেম্বর, ২০২১ ২২:৫৮

করোনার ক্লাস্টার সংক্রমণ নিয়ে থাই কারাগারে দাঙ্গা

অনলাইন ডেস্ক

করোনার ক্লাস্টার সংক্রমণ নিয়ে থাই কারাগারে দাঙ্গা

থাই কারাগারগুলোতে উপচে পড়া ভিড় এবং করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সেখানের একটি কারাগারে মহামারী করোনাভাইরাসের ক্লাস্টার সংক্রমণ মোকাবেলা নিয়ে বিবাদে পর পর দুই দিন দাঙ্গার খবর পাওয়া গেছে।

জানা গেছে, দাঙ্গার সময় কয়েক’শ বন্দী জেলখানায় আগুন ধরিয়ে দেয়, এ সময় কর্তৃপক্ষের শৃংঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টাকালে কয়েকজন বন্দী আহত হয়। এর আগে, করোনা আক্রান্ত বন্দীদের সরিয়ে নেয়ার দাবিতে ৪০০ বন্দী বৃহস্পতিবার রাত থেকে দাঙ্গায় জড়িয়ে পড়েন, ক্ষয়ক্ষতি নিরুপনে কর্মকর্তাদের কারাগারটি পরিদর্শনের কথা রয়েছে।

দক্ষিণাঞ্চলীয় এই কারাগারে ২১০০ বন্দী রয়েছেন, এদের মধ্যে ৩০০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। উল্লেখ্য, থাই কারা সংশোধন বিভাগের হিসাবে দেশটিতে ৮৭ হাজারের বেশী বন্দী করোনা সংক্রমিত হয়েছেন, এদের মধ্যে  মৃত্যু হয়েছে  ১৮৫ জনের। -বাসস।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর