১৮ ডিসেম্বর, ২০২১ ২৩:৩২

৮৯ দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

৮৯ দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতীকী ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে , বিশ্বের মোট ৮৯ দেশে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আজ ​শনিবার প্রকাশিত এক আপডেটে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর সিবিএস নিউজ এর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যেসব স্থানে এই ভ্যারিয়েন্টের কমিউনিটি পর্যায়ে সংক্রমণ হচ্ছে সেখানে প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দুইগুন হচ্ছে। এমনকি যেসব দেশে এরইমধ্যে বেশীরভাগ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ছে ভ্যারিয়েন্টটি।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভ্যারিয়েন্ট শনাক্তের পর খুব অল্প সময়ের মধ্যেই একে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়। 

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর