১৯ ডিসেম্বর, ২০২১ ১০:০৮

ভয়ঙ্কর ওমিক্রন: কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপ

অনলাইন ডেস্ক

ভয়ঙ্কর ওমিক্রন: কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপ

বিশ্বজুড়ে আতেঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে নতুন এই ধরনটি। ওমিক্রনের বিস্তার ঠেকাতে ইউরোপের দেশগুলো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। শনিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।

সংক্রমণ বাড়ায় ফ্রান্স, সাইপ্রাস ও অস্ট্রিয়ার মন্ত্রীরা ভ্রমণ বিধিনিষেধ কঠোর করার ঘোষণা দিয়েছেন। নববর্ষ উদযাপন উপলক্ষে প্যারিসে আতশবাজি পোড়ানোর আয়োজন বাতিল করেছে। ডেনমার্ক সব থিয়েটার, কনসার্ট হল, বিনোদন পার্ক ও জাদুঘর বন্ধ ঘোষণা করেছে। 

আয়ারল্যান্ডে রাত ৮টা থেকে পাব ও বারগুলোতে কারফিউ জারি করেছে এবং ঘরে-বাইরের সব ধরনের অনুষ্ঠানে লোকজনের উপস্থিতি সীমিতের নির্দেশ দেওয়া হয়েছে। 

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন, ভাইরাসের পুনঃসংক্রমণ থেকে জীবন ও জীবিকা বাঁচাতে নতুন বিধিনিষেধের প্রয়োজন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর