২৩ ডিসেম্বর, ২০২১ ১২:৩৯

করোনা: ফ্রান্সে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়ানোর শঙ্কা

অনলাইন ডেস্ক

করোনা: ফ্রান্সে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়ানোর শঙ্কা

ফাইল ছবি

ফ্রান্সে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভয়াবহ রূপ নিচ্ছে। দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই সময়ের মধ্যে সরকারের নতুন কোনো বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেই। বুধবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান এ তথ্য জানিয়েছেন।

ভেরান জানিয়েছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় টিকার বুস্টার প্রকল্পের ওপর জোর দিচ্ছেন। বড়দিনের আগেই দুই কোটি ২০ লাখ থেকে দুই কোটি ৩০ লাখ বুস্টার ডোজ দেওয়ার আশা করা হচ্ছে। 

তিনি বলেছেন, ‘ভাইরাসের দ্রুত বিস্তার কমিয়ে আনা এর উদ্দেশ্য নয়, কারণ ভ্যারিয়েন্টটি অনেক বেশি সংক্রামক। উদ্দেশ্য হচ্ছে. হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের সংখ্যা কমিয়ে আনা। এ কারণেই আমরা দ্রুত বুস্টার ডোজের দিকে যাচ্ছি।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর