২৫ ডিসেম্বর, ২০২১ ১৮:২০

বৃটেনে রেকর্ড ১ লাখ ২২ হাজার জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

বৃটেনে রেকর্ড ১ লাখ ২২ হাজার জনের করোনা শনাক্ত

বৃটেনে কোভিডের দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। শুক্রবার দেশটিতে ১ লাখ ২২ হাজার ১৮৬ জনের কোভিড শনাক্ত হয়। মহামারির প্রথম থেকে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এদিন দেশটিতে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৩৭ জন। এক সপ্তাহ পূর্বে সেসময়কার হিসাবে রেকর্ড ৯৩ হাজার ৪৫ জনের কোভিড শনাক্ত হয়েছিল বৃটেনে।

স্কাই নিউজের খবরে জানানো হয়েছে, শুক্রবার নতুন করে আরও ২৩ হাজার ৭১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বৃটেনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৬২৫ জনে। গত বৃহস্পতিবার দেশটিতে ৬ লাখ ৬ হাজার জনকে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া হয়েছে।

এরফলে মোট বুস্টার ডোজ নেয়া বৃটিশের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ২২ লাখ ৯১ হাজার জনে। অর্থাৎ, দেশটির ১২ বছরের বেশি বয়স্ক জনসংখ্যার ৫৬ শতাংশই এখন বুস্টার ডোজ নিয়েছে।

এদিকে বৃটিশ গবেষক ড. জেনি হ্যারিস বলেন, যখন বড়দিনের উৎসব চলছে তখন আরও বেশি করে পরীক্ষা করা উচিৎ। কারণ এখন পাওয়া তথ্যগুলো হয়তো আসল পরিস্থিতি তুলে ধরছে না। দেশটিতে বড় দিন ও বক্সিং ডে তে সংক্রমণ সংক্রান্ত কোনো অফিসিয়াল ঘোষণা দেয়া হবে না।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর