২৬ ডিসেম্বর, ২০২১ ১৯:১৬

গাজায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত

অনলাইন ডেস্ক

গাজায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত

প্রতীকী ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ব্যক্তির শরীরে প্রথমবার করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। রবিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল আরাবিয়ার

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মজদি ধাইর বলেছেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তি গাজার বাসিন্দা। তিনি উপকূলীয় এই ভূখণ্ডে প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী। ওমিক্রনের এই সংক্রমণ উপত্যকার অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক ধরনের নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি আরও বলেন, ‘আমাদের সামনে কঠিন দিন। ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।’

প্রসঙ্গত, গাজা উপত্যকায় ২২ লাখ মানুষের বসবাস রয়েছে। এই উপত্যকায় ইতিমধ্যে এক লাখ ৮৯ হাজার ৮৩৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৬৯১ জন।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর