২৬ ডিসেম্বর, ২০২১ ২১:৩৪

ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে ৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে ৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে ক্রিসমাস উইকেন্ডে ৬ হাজার ৩০০ এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। শুধু তাই নয়, বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট। শনিবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারে এ তথ্য জানানো হয়েছে।  

বলা হয়েছে, বিশ্বজুড়ে শনিবার প্রায় ২ হাজার ৮’শ ফ্ল্ইাট বাতিল করা হয়ছে। এর মধ্যে ৯৭০টিরও বেশি হয় যুক্তরাষ্ট্র থেকে আসা-যাওয়ার ফ্লাইট। এছাড়া ৮ হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে। এর আগে, শুক্রবার বিশ্বজুড়ে কমপক্ষে ২ হাজার ৪০১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরও প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। 

উল্লেখ্য, ওমিক্রন আতঙ্কে ক্রিসমাস উইকেন্ডে এক যুক্তরাষ্ট্রেই যত সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে তা সারা বিশ্বে বাতিল হওয়া মোট ফ্লাইটের এক-চতুর্থাংশের বেশি।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার ওমিক্রন ধরন এরই মধ্যে শতাধিক রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের এক ঘোষণায় বলা হয়েছে, নতুন করে এখানে একদিনে রেকর্ড সংখ্যক ৪৪ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর