২৭ ডিসেম্বর, ২০২১ ০৯:৩৫

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ২৮ কোটি ছাড়াল

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ২৮ কোটি ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমণ ও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গত দুই দিন ধরে কিছুটা কমেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, আজ সোমবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জন। আর এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৯৬ জনের। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬৮৭ জন। 

এছাড়াও একই সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৩ হাজার ৯০৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৮১ হাজার ৯১১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাশিয়ায়। এ সময়ে ৯৬৮ জন মারা যান এবং করোনা শনাক্ত হয় ২৩ হাজার ৭২১ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৩ লাখ ৯২ হাজার ২০ জনের এবং মারা গেছেন ৩ লাখ ৪ হাজার ২১৮ জন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর