২৯ ডিসেম্বর, ২০২১ ১২:৫৯

বনানীতে তিনজনের করোনার নমুনায় ওমিক্রন শনাক্ত

অনলাইন ডেস্ক

বনানীতে তিনজনের করোনার নমুনায় ওমিক্রন শনাক্ত

দেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রনের মোট সাতজন রোগী ধরা পড়ল। আক্রান্ত তিনজনই রাজধানীর বনানীর বাসিন্দা। তাদের দুজন নারী, একজন পুরুষ। নারীদের একজনের বয়স ৩০ বছর, আরেকজনের ৪৭। আর ওমিক্রন শনাক্ত পুরুষের বয়স ৮৪ বছর।

রোগীদের শরীর থেকে পাওয়া ভাইরাসের জিন বিন্যাস বিশ্লেষণের পর এ সংক্রান্ত তথ্য মঙ্গলবার রাতে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ওই তিনজনের নমুনা সংগ্রহ করেছিল। ২৩ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহের পর কভিড শনাক্ত হয়। পরে জিনোম সিকোয়েন্স বের করে জানা যায়, করোনাভাইরাসের ওই ধরনটি ওমিক্রন।

সর্বপ্রথম জিম্বাবুয়ে সফর থেকে ফেরা দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তার সুস্থ হয়ে উঠেছেন।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর