২ জানুয়ারি, ২০২২ ০৯:৩৩

দিল্লিতে ওমিক্রনের প্রভাব, একদিনেই ৫০ শতাংশ শনাক্ত বৃদ্ধি

অনলাইন ডেস্ক

দিল্লিতে ওমিক্রনের প্রভাব, একদিনেই ৫০ শতাংশ শনাক্ত বৃদ্ধি

ফাইল ছবি

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ওমিক্রনের প্রভাবেই দেশটির দিল্লিতে গত কয়েক দিনে শনাক্ত বেড়েছে। শনাক্তের এই প্রবণতাকে সংক্রমণের শুরুর দিকের চেয়ে আশঙ্কাজনক মনে করা হচ্ছে।

দেশটির দিল্লিতে একদিনেই শনাক্ত বেড়েছে ৫০ শতাংশ। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও জিম। পাশাপাশি অর্ধেক লোক দিয়ে সরকারি-বেসরকারি অফিস পরিচালনা, অর্ধেক যাত্রী বহনের শর্তে পাবলিক ট্রান্সপোর্ট চালু রাখা এবং রাতে কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, নিষেধাজ্ঞা আরও দরকার কি না তা পর্যালোচনা করা হচ্ছে। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরতে হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর