৩ জানুয়ারি, ২০২২ ২২:২০

ওমিক্রনে আক্রান্ত বতসোয়ানার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ওমিক্রনে আক্রান্ত বতসোয়ানার প্রেসিডেন্ট

মোকগোয়েতসি মাসিসি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসি। তবে প্রেসিডেন্টের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। 

স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বতসোয়ানা সরকার জানিয়েছে, রুটিনমাফিক প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয়েছিল। এতে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি মেলে। তবে প্রেসিডেন্টের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট স্লামবার তিসোগওয়ানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

বতসোয়ানায় এখন পর্যন্ত করোনায় আক্রন্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৫০৯ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৪৪৪ জনের।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর