৫ জানুয়ারি, ২০২২ ১০:০৭
খবর বিবিসির

পুরোপুরি লকডাউনে চীনের আরেকটি শহর

অনলাইন ডেস্ক

পুরোপুরি লকডাউনে চীনের আরেকটি শহর

পুরোপুরি লকডাউনে চীনের আরেকটি শহর

বিশ্বব্যাপী বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষ করে ইউরোপে ভাইরাসটির নতুন রূপ ‘ওমিক্রন’ সংক্রমণের দাপটে আতঙ্ক দেখা দিয়েছে। এর মধ্যেই চীন তাদের আরেকটি শহরে পুরোপুরি লকডাউনের ঘোষণা দিয়েছে। শহরটির নাম উজহু। এটি রাজধানী বেইজিংয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

জানা গেছে, শহরটিতে সম্প্রতি তিনজন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করা হয়। 

উজহুর স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যত কম সময়ের মধ্যে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা যায় সেটাই এখন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ওই শহরের সব বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে যারা স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত তারা বাইরে বের হতে পারবেন।

এর আগে চীনের পশ্চিমাঞ্চলের জিয়ান শহরেও পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়। গত সোমবার সেখানে ৯৫ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর