৮ জানুয়ারি, ২০২২ ১৪:৪৭

বরিশালে ক্রমশ বাড়ছে করোনা শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ক্রমশ বাড়ছে করোনা শনাক্তের হার

ফাইল ছবি

বরিশালে করোনা শনাক্তের হার ধারাবাহিকভাবে বাড়ছে। শুক্রবার (০৭ জানুয়ারী) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.৮২ ভাগ। এদিন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১০ জন রোগী। 

এর আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাতে আরটি পিসিআর ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিলো ৪.৪৭ ভাগ। বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো ১০ জন রোগী। গত বুধবার আরটি পিসিআর ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৪.৯১ ভাগ। ওই দিন করোনার উপসর্গ নিয়ে একজন চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়। আজ শনিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৬ জন রোগী। 
 
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৪৪২ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে করোনা শনাক্ত হয় ২ হাজার ৩৫৮ জনের। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১ হাজার ৪৪৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৪২৮ জন। হাসপাতালের পরিচালক কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর