৯ জানুয়ারি, ২০২২ ১১:১৫

করোনার হানায় কাঁপছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

করোনার হানায় কাঁপছে অস্ট্রেলিয়া

নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। সারাবিশ্বেই প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো একদিনে শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বে উচ্চ হারে টিকা নেওয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম হলেও এদিন দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৬ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ রবার্ট বয় বলেছেন, ওমিক্রনের কারণে শনাক্ত সংখ্যা শিগগির আরও বাড়বে।

অস্ট্রেলিয়ার ৮টি রাজ্যের মধ্যে শনিবার সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ভিক্টোরিয়ায়। এ রাজ্যে ৫১ হাজার ৩৫৬ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয়েছে ভিক্টোরিয়ায় ৯ জনের। হাসপাতালে ভর্তি আছেন ৬৪৪ জন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর