১০ জানুয়ারি, ২০২২ ১৭:১০

এক দিনে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ

অনলাইন ডেস্ক

এক দিনে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। এতে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৯৫ হাজার ৯৯০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ১০৫ জন হয়েছে। ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয় ২৬ হাজার ১৪৩ জনের। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। 

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন।
 
এর আগের দিন রবিবার করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। সেদিন শনাক্ত হন ১ হাজার ৪৯১ জন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর