১১ জানুয়ারি, ২০২২ ০৪:০৭

নেপালে বাড়ছে করোনার সংক্রমণ, স্কুল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

নেপালে বাড়ছে করোনার সংক্রমণ, স্কুল বন্ধ ঘোষণা

ছবি রয়টার্সের।

নেপালে করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রায় তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। গতকাল সোমবার সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স এর।

এ খবর নিশ্চিত করে দেশটির শিক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা বলেছেন, স্কুল ২৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যদিও ১২ থেকে ১৭ বছর বয়সের শিশুদের টিকাদান কর্মসূচি চলবে।

এর আগে, নেপালে রবিবার নতুন কোভিড শনাক্ত হয়েছে ৮৪১ জন। গতবছর সেপ্টেম্বরের পর একদিনে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। আর মারা গেছে ১১,৬০৪ জন।

উল্লেখ্য, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে স্কুল বন্ধ রেখে লাগাতার সংক্রমণের রাশ আপাতত টেনে ধরা যাবে বলেই আশা করছে কর্তৃপক্ষ।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর