১৩ জানুয়ারি, ২০২২ ১৫:৪৯

ওমিক্রনের মধ্যম ঝুঁকিতে নাটোর

নাটোর প্রতিনিধি:

ওমিক্রনের মধ্যম ঝুঁকিতে নাটোর

প্রতীকী ছবি

করোনার তৃতীয় ঢেউয়ে ইয়োলো জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছেন উত্তরের জেলা নাটোর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এমন ঘোষণা দেয়। মধ্যম ঝুঁকি ঘোষণা করলেও মাস্ক পড়া বা স্বাস্থ্যবিধির বালাই নেই নাটোরে। 

নাটোর করোনার ঝুঁকির মধ্যেও প্রতিদিনই নাটোর সদর হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে অন্তত ৬ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদিকে তৃতীয় ঢেউ মোকাবেলায় এই জেলায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। 
নাটোর সদর হাসপাতালে প্রস্তুতি করা হয়েছে ২০টি বেড। এছাড়া ইয়োলো এবং রেড জোন আলাদা করা হয়েছে। জরুরি অক্সিজেন সরবরাহের জন্য ২০০টি সিলিন্ডার প্রস্তুত করা হয়েছে বলে জানান সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. পরিতোষ কুমার রায়।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর