২৩ জানুয়ারি, ২০২২ ২০:৩০

বাগেরহাটে করোনায় শনাক্তের হার ৫০ শতাংশ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনায় শনাক্তের হার ৫০ শতাংশ

বাগেরহাটে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২৫ জন। মোট মৃত্যু হয়েছে ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৯০ জন। 

রবিবার সকাল থেকে বাগেরহাট সদর হাসপাতাল টিকা কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীসহ কয়েক হাজার সাধারণ মানুষকে টিকা নিতে দেখা গেছে। দীর্ঘ লাইনে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীসহ টিকা গ্রহণকারীরা। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বাড়ায় টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টদের। 

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, ওমিক্রনের প্রাদুর্ভাবের আগেই শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে চায় তারা। ইতিমধ্যেই জেলায় ১০ লাখ ৯৬ হাজার ১১৭ জন প্রথম ডোজ ও  ৭ লাখ ২৩ হাজার ৮১৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছে। তৃতীয় ডোজ নিয়েছেন ২০ হাজার ১১২জন। 


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর