২৪ জানুয়ারি, ২০২২ ০০:০২

রাবিতে ভয়ঙ্কর রূপে করোনা, শনাক্তের হার ৮৩.০৭ শতাংশ

রাবি প্রতিনিধি

রাবিতে ভয়ঙ্কর রূপে করোনা, শনাক্তের হার ৮৩.০৭ শতাংশ

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপকভাবে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে।

রবিবার পিসিআর ল্যাব টেস্টের জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেলে সর্বমোট ৯০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬৫টি পরীক্ষা করে ৫৪ জনের নমুনাতেই করোনা পজিটিভ ফলাফল এসেছে।

বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার আমরা অন্যদিনের তুলনায় বেশি নমুনা সংগ্রহ করেছি। এতে পজিটিভ শনাক্তের হারও বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করছি। এমতাবস্থায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলকে সমানভাবে সচেতনতা অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই।

বিশ্ববিদ্যালয় যেহেতু সশরীরে ক্লাস বন্ধ করেছে সেহেতু শিক্ষার্থীদের উচিত সেভাবেই ক্যাম্পাসে জনসমাগম না করে রুমে বসে পাঠে মনোযোগ দেয়া। এর ব্যত্যয় ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও জানান ডা. তবিবুর রহমান।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মেডিকেলে ৬৮টি নমুনার মধ্যে ৩৯টি, বুধবার ৪১টি নমুনার মধ্যে ১৬টি এবং বৃহস্পতিবার ২৭টি নমুনার মধ্যে ১৩টি ফলাফল পজিটিভ আসে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর