২৬ জানুয়ারি, ২০২২ ২১:২৪

বগুড়ায় আরও ১৭৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় আরও ১৭৭ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ৪৩২ নমুনায় নতুন করে আরো ১৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯৭ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৫০ দশমিক ২৫ শতাংশ। তবে জেলায় নতুন করে করোনায় কারও মৃত্যু ঘটেনি। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখানবিদ শাহেরুল ইসলাম খান। তিনি জানান, জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৬৯৬টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৮০জন এর মধ্যে নতুন করে ৩২জনসহ সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৩৬ জন এবং নতুন করে কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৯ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়া বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৮৭ জন।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর