৩০ জানুয়ারি, ২০২২ ১৬:০৯

রংপুরে করোনা সংক্রমণের হার ৫৩ দশমিক ৩১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে করোনা সংক্রমণের হার ৫৩ দশমিক ৩১ শতাংশ

রংপুর বিভাগে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণের হার অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৩১ শতাংশে। 

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণের হার কমানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার প্রায় ৫৩ দশমিক ৩১ শতাংশ। এক দিন আগে ছিল ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ৮৪৬ জনের জনের পরীক্ষা করে ৪৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৯৬৭ জনের দেহে করোনা পরীক্ষা করে ৫৮ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৭৯০ জন।

এদিকে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন জেলার হাসপাতালে ৮৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে সাধারণ বেডে ৬৫ জন, আইসিইউ বেডে ১৪ জন এবং এইচডিইউ বেডে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের প্রায় অর্ধেক দিনাজপুরে। দিনাজপুর হাসপাতালে ৩৭ রোগী চিকিৎসা নিচ্ছেন।

রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বিভাগের ৮ জেলায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যু না হলেও এপর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ২৫৫ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন বলেন, রংপুর বিভাগে শনাক্তের হার এটাই সর্বোচ্চ। ভবিষ্যতে সংক্রমণ নিয়ন্ত্রণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর