২ ফেব্রুয়ারি, ২০২২ ২০:২৪

ভোলায় করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ

ভোলা প্রতিনিধি

ভোলায় করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ

প্রতীকী ছবি

ভোলায় দিন দিন করোনা আক্রান্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৪২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬ হাজার ৭৮৮ জন। বর্তমানে সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩৬ জন। বুধবার পর্যন্ত ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ৩ জনসহ মোট ১৩ জান রোগী চিকিৎসাধীন রয়েছেন।

করোনার শুরু থেকে এখন পর্যন্ত ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২ হাজার ২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ২ হাজার ১০ জন বাড়ি ফিরেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, দৌলতখানে পাঁচজন, বোরহানউদ্দিনে দু’জন, লালমোহনে পাঁচজন, চরফ্যাশনে পাঁচজন ও মনপুরা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর