৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:০৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১১ হাজার ৫৯৬

অনলাইন প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১১ হাজার ৫৯৬

সারাদেশে গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে। 

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৮৪৩ জনের নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫.৮৬ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর