৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:২৬

দেশে এক দিনে ৮৩৫৯ জনের করোনা শনাক্ত

অনলাইন প্রতিবেদক

দেশে এক দিনে ৮৩৫৯ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় ৮,৩৫৯  জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে। একই সময়ে করোনায় মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৫৬০ জন হলো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৫ হাজার ৭৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। ফলে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন।

এর আগের দিন শুক্রবার দেশে করোনাভাইরাসে ৩০ জনের মৃত্যু হয়। সেদিন ৯ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

  

সর্বশেষ খবর