৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৫৮

শেবাচিমের করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু, শনাক্তের হার ৩৯.৫৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিমের করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু, শনাক্তের হার ৩৯.৫৯ শতাংশ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এবং আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। 

মেডিকেলের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল রবিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৬ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ১ হাজার ৪৬০ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩১ জন করোনা পজিটিভ ছিলেন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে ৯ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ২ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আজ সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩২ জন রোগী। এ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৭ হাজার ৫৬৭ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪২০ জনের। 

অন্যদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। গত রবিবার রাতে আরটিপিসিআর ল্যাবে ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩৯.৫৯ শতাংশ। 

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর