৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:২৮

মানিকগঞ্জে নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৬২ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। ফলে জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ শতাংশে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ২১৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ২৯ জন, সাটুরিয়ায় ৭ জন, ঘিওরে ৮ জন, দৌলতপুরে ৪ জন, হরিরামপুরে ৭ জন, শিবালয়ে ১ জন ও সিংগাইর উপজেলায় ৬ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত ৯ হাজার ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৬৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়নি। 

এছাড়াও জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ১২৭ জন মারা গেছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর