৮ ফেব্রুয়ারি, ২০২২ ২২:২৪

বিদেশি ওমরাহ যাত্রীর জন্য করোনাবিধিতে সৌদির পরিবর্তন

অনলাইন ডেস্ক

বিদেশি ওমরাহ যাত্রীর জন্য করোনাবিধিতে সৌদির পরিবর্তন

ফাইল ছবি

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য করোনাবিধিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। এখন থেকে এসব যাত্রীকে দেশটিতে পৌঁছানোর পরপরই কোভিড-১৯ এর নেগেটিভ সনদ দেখাতে হবে। এই পরীক্ষা করাতে হবে যাত্রা শুরু ৪৮ ঘণ্টার মধ্যে। 

গতকাল সোমবার এক বিবৃতিতে এ নির্দেশনা দেয় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আরব নিউজের। 

খবরে বলা হয়েছে, নতুন নিয়মে ভ্রমণকারীদের পূর্ণডোজ টিকা নেওয়া থাকলেও করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক। এ নিয়ম আগামী  ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বিবৃতিতে বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্রান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এর আগেই ঘোষণা দেয়, এখন থেকে বিদেশি ওমরাহ পালনকারীরা আবারও ৩০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 
 

সর্বশেষ খবর