১১ ফেব্রুয়ারি, ২০২২ ০৭:৫০

করোনার ছোবলে প্রাণ গেল আরও সাড়ে ১০ হাজার মানুষের

অনলাইন ডেস্ক

করোনার ছোবলে প্রাণ গেল আরও সাড়ে ১০ হাজার মানুষের

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) আরও সাড়ে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ৫৮ লাখ।

এদিন সারাবিশ্বে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২৩ লাখ ৮৩ হাজারের বেশি। 

বৃহস্পতিবার মৃতের দিক দিয়ে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন প্রাণহানি ২১শ’ ওপরে। আর দেড় লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসের উপস্থিতি।

এদিন করোনা সংক্রমণের শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে ২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। আর যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। প্রায় সাড়ে ৯শ’ মানুষের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে লাতিন দেশটিতে।

এছাড়া এদিন করোনাভাইরাসে রাশিয়াতে ৭শ’, মেক্সিকোতে সাড়ে ৭শ’ ও ভারতে ৬৫০ জন প্রাণ হারিয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর