১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৫৭

শেবাচিমে আরও কমেছে করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিমে আরও কমেছে করোনায় মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৫ জন রোগী। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বশেষ নমুনা পরীক্ষায় ৩২.০৬ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

মেডিকেলের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। তার করোনা পজেটিভ ছিল। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে দু’জন রোগী বাড়ি ফিরেছেন এবং একই সময়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। 

শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৫ জন রোগী। যার মধ্যে ২৬ জনের করোনা পজেটিভ। 

এদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২.০৬ ভাগ। 

এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৫৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ২ হাজার ৪৪৫ জনের করোনা পজেটিভ। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬২ জনের। যার মধ্যে ৪৩২ জনের করোনা পজেটিভ ছিল।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর