১২ ফেব্রুয়ারি, ২০২২ ০৯:২৮

চট্টগ্রামে নতুন আরও ১৮২ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে নতুন আরও ১৮২ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ। তবে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জনই নগরীর বাসিন্দা। বাকি ১০৯ জনের মধ্যে লোহাগাড়ার ১১,  সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৪, আনোয়ারার ৯, চন্দনাইশের ৩, পটিয়ার ৫, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৩, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ১৩, মিরসরাইয়ের ৯ ও সীতাকুণ্ডে  ৯ ও সন্দ্বীপে ২ জন রয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৮৬৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর