১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:০৬

রামেকের করোনা ইউনিটে ১২ দিন পর মৃত্যুশূন্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রামেকের করোনা ইউনিটে ১২ দিন পর মৃত্যুশূন্য

টানা ১২ দিন পর মৃত্যুশূন্য দিন পার করলো রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিট। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে সর্বশেষ মৃত্যুহীন দিন কাটে গত ৪ ফেব্রুয়ারি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ বা উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে থাকা ১৪৬ শয্যার বিপরীতে ৪১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা রোগী রয়েছেন ২৩ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। এছাড়া করোনা ধরা পড়েনি এমন রোগী ছিলেন ৬ জন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা ৪১ জন রোগীর মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং বগুড়ার একজন রোগী রয়েছেন।

এদিকে গতকাল বুধবার রামেক হাসপাতালের ল্যাবে ১৬৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৭ শতাংশে।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর