১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৮

রামেকের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রামেকের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি নাটোর জেলার বাসিন্দা। তার বয়স ৬১ বছরের ঊর্ধ্বে। করোনা সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।  

এদিকে গত বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৯টিতে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষায় ১৩টিতে করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ১৬৮ নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১৩টিতে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৬৯ শতাংশ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর