২১ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:২৮

বরিশালে করোনা শনাক্তের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে করোনা শনাক্তের হার কমেছে

প্রতীকী ছবি

বরিশালে করোনা শনাক্তের হার অনেক কমেছে। সবশেষ গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পীক্ষায় ৫.১০ ভাগ করোনা শনাক্ত হয়েছে। এদিকে শের-ই বাংলা মেডিকেল কলে হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রবিবার রাতে আরটি পিসিআর ল্যাবে ৯৮ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৫.১০ ভাগ। যা চলতি মৌসুমে সর্বনিম্ন। এর আগের দিন গত শনিবার রাতে শনাক্তের হার ছিলো ৩৯.৩৯ ভাগ। চলতি মৌসুমে সর্বাধিক ৪৭.৩৯ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো। 

এদিকে মেডিকেলের করোনা ওয়ার্ডে গতকাল রবিবার চিকিৎসাধীন ছিলো ২৪ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। 

গত ২৪ ঘন্টায় নানা উপসর্গ নিয়ে ৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে ৪ জন রোগী ছাড়পত্র নিয়েছেন। আজ সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫ জন রোগী। যার মধ্যে ২১ জনের করোনা পজেটিভ। 

শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৭ হাজার ৬৩৪ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৬৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৪৩৬ জনের করোনা ছিলো পজেটিভ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর