২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০৯:৩১

বিশ্বে করোনায় আরও ৯ হাজার ৩৮২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় আরও ৯ হাজার ৩৮২ জনের মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৩৮২ জন। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৫৩ হাজার ৯১২ জন। ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ২২৪ জন। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৪৬ হাজার ৭১৮ জনে।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে হত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ২৭৩ জন।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৭৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৭০৩ জন।

এছাড়া রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯৯৮ জন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর