২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৪২

রামেক হাসপাতালের করোনা ইউনিটে বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক

রামেক হাসপাতালের করোনা ইউনিটে বৃদ্ধার মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক বৃদ্ধা মারা গেছেন। ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা নওগাঁ জেলার বাসিন্দা। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার সকাল পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে আর কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২১ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২১ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

সর্বশেষ খবর